স্বজনের বিয়ের জন্য বিলকিস বানু ধর্ষণ মামলার এক আসামিকে প্যারোলে মুক্তির আদেশ

বিলকিস বানু
ফাইল ছবি: এএফপি

ভারতে বিলকিস বানু মামলায় অভিযুক্ত আসামিদের একজনকে গতকাল শুক্রবার ১০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন গুজরাট হাইকোর্ট।

মুক্তি পাওয়া আসামি হলেন রমেশ চন্দনা। আগামী ৫ মার্চ তাঁর এক স্বজনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রমেশ যাতে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে হাইকোর্ট এ আদেশ দেন।

প্যারোলে মুক্তির জন্য রমেশ গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁকে নিয়ে এ মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে দুজন প্যারোলে কারাগার থেকে মুক্তির আদেশ পেলেন।

এর আগে সুপ্রিম কোর্টের এক আদেশে বিলকিস বানু মামলায় অভিযুক্ত ১১ আসামির সবাই গত ২১ জানুয়ারি গোধরা শহরের কারাগারে আত্মসমর্পণ করেন।
২০০২ সালে গোধরায় দাঙ্গা চলাকালে বিলকিস বানুকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে মেরে ফেলার ঘটনায় করা মামলায় ওই ১১ জন অভিযুক্ত হন।

প্যারোলে মুক্তির জন্য রমেশ গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁকে নিয়ে এ মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে দুজন প্যারোলে কারাগার থেকে মুক্তির আদেশ পেয়েছেন।

গতকাল দেওয়া আদেশে বিচারপতি দিবেশ জোশি বলেন, ‘ভাগনের বিয়েতে অংশ নেওয়ার জন্য ওই আসামি প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। এ অনুরোধ বিবেচনায় নিয়ে তাঁকে ১০ দিনের জন্য মুক্তির আদেশ প্রদান করা হয়েছে।

সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের দাখিল করা হলফনামায় দেখা গেছে, ২০০৮ সালে কারাগারে থাকা শুরুর পর রমেশ চন্দনা এ পর্যন্ত ১ হাজার ১৯৮ দিনের প্যারোল ও ৩৭৮ দিনের সাময়িক ছুটি ভোগ করেছেন।

ইতিমধ্যে বিলকিস বানু মামলার অন্য আসামি প্রদীপ হাইকোর্টের নির্দেশে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি গোধরা কারাগার থেকে প্যারোলে মুক্তি পান।