ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনসহ সারা দেশের মোট ১৯৫টি আসনে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। শনিবার প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ ৩৪ মন্ত্রীর নাম রয়েছে।

এর আগে নির্বাচনের ঘোষণা হওয়ার সপ্তাহখানেক পর বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। ২০১৯ সালে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। ফলে আজকের ১৯৫ আসন ধরলে বলা যায়, প্রায় ৪০ শতাংশ আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। তবে শেষ পর্যন্ত বিজেপি কয়টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা এখনো স্পষ্ট নয়।

গুরুত্বপূর্ণ নামগুলোর প্রথম তালিকাতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। তিনি এবারও উত্তর প্রদেশের বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়বেন গুজরাটের গান্ধীনগর আসন থেকে। প্রথম প্রার্থী তালিকায় ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে আবারো মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া দুজন সাবেক মুখ্যমন্ত্রীর নামও রয়েছে প্রার্থী তালিকায়।

পশ্চিমবঙ্গে যে ২০ জনকে প্রথম তালিকায় জায়গা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি তাঁর কেন্দ্র কোচবিহার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও পুরোনো কেন্দ্র বালুরঘাট থেকে লড়বেন লোকসভা নির্বাচনে।

পশ্চিমবঙ্গ থেকে নিশীথ প্রামাণিক এবং সুকান্ত মজুমদার ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। মালদা উত্তর আসনে সাবেক কমিউনিস্ট নেতা খগেন মুর্মু, নমঃশূদ্র এবং মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ আসনে দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে দিল্লির শ্যামাপ্রসাদ গবেষণা কেন্দ্রের প্রধান অনির্বাণ গাঙ্গুলী। হুগলি থেকে নির্বাচনে লড়বেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি। আরেক অভিনেতা হিরন চট্টোপাধ্যায় লড়ছেন খড়গপুর থেকে।

সর্বভারতীয় তালিকায় ১৯৫ জনের মধ্যে ৪৭ জনের বয়স ৫০-এর নীচে এবং ২৮ জন নারী প্রার্থী। ২৭ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৫৭ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি রয়েছেন।

সর্বভারতীয় তালিকায় প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উল্লেখযোগ্য নামগুলো হল—আসামের ডিব্রুগড় থেকে সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দিল্লির একটি কেন্দ্র থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণাচল প্রদেশের কিরণ রিজিজু এবং মধ্যপ্রদেশের গুনা থেকে সিন্ধিয়া রাজপরিবারের সন্তান এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।