কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) এক জোট হয়ে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, গোয়া ও গুজরাটে বিজেপির মোকাবিলা করবে। আসন্ন লোকসভা ভোটে এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৬টি আসনে ‘ইন্ডিয়া’ জোটের এই দুই শরিক নিজেদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করেছে। আজ শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে দুই দলের নেতারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও নির্বাচনী বোঝাপড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল ওয়াসনিক এই সমঝোতার কথা জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আপের দুই মন্ত্রী আতিশি ও সৌরভ ভরদ্বাজ এবং রাজ্যসভার সদস্য সন্দীপ পাঠক। মুকুল ওয়াসনিকের সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি। তাঁরা সংবাদ সম্মেলন করেন ‘ইন্ডিয়া’ ব্যাকড্রপ রেখে।
সমঝোতা অনুযায়ী দিল্লির ৭ লোকসভা আসনে আপ ৪টি এবং কংগ্রেস ৩টিতে লড়বে। আপ প্রার্থীরা লড়বেন নিউ দিল্লি, পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি আসনে। কংগ্রেস দাঁড়াবে উত্তর-পূর্ব দিল্লি, চাঁদনি চক ও উত্তর-পশ্চিম দিল্লিতে। কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একমাত্র লোকসভা আসনটিও পেল কংগ্রেস।
কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চণ্ডীগড় পৌরসভার মেয়র পদের ভোটে আপ লড়াই করেছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর জোর করে হারিয়ে দেওয়া মেয়র পদটি আপ ফিরে পেয়েছে। সেই অর্থে আজ শনিবারের ঘোষণা ‘ইন্ডিয়া’র দ্বিতীয় পরীক্ষা।
গুজরাটে লোকসভার মোট আসন ২৬। এর মধ্যে আপকে ছাড়া হয়েছে ভারুচ ও ভাবনগর আসন। বাকি ২৪ আসনে কংগ্রেস লড়াই করবে। হরিয়ানায় মোট ১০টি আসন। সেখানে কংগ্রেস লড়বে নয়টিতে, কুরুক্ষেত্র কেন্দ্রে লড়বে আপ।
গোয়ায় লোকসভা আসন দুটি। তার মধ্যে দক্ষিণ গোয়ায় আপ তাদের প্রার্থীর নাম গত সপ্তাহে ঘোষণা করেছিল। আজ শনিবার তারা জানিয়েছে, সেই প্রার্থীকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। গোয়ার দুটি আসনেই লড়বে কংগ্রেস।
এই ৪৬ আসনের প্রতিটিই গত লোকসভা ভোটে বিজেপি জিতেছিল। সেই ভোটে কংগ্রেসের সঙ্গে আপের কোনো সমঝোতা ছিল না।
আজ শনিবার দুই দলের সমঝোতা হলেও পাঞ্জাব নিয়ে বোঝাপড়া হয়নি। পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আপ। ওই রাজ্যে লোকসভার মোট আসনসংখ্যা ১৩। সেখানে কংগ্রেস ও আপ নেতৃত্ব এখনো সমঝোতা সূত্র বের করতে পারেনি। গত সপ্তাহে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ১৩ আসনেই আপ একা লড়বে। দুই দলের কেউই আজ সংবাদ সম্মেলনে পাঞ্জাব নিয়ে কোনো মন্তব্য করেননি।
উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতার পর আপের সঙ্গেও অধিকাংশ রাজ্যে বোঝাপড়ায় পৌঁছাল কংগ্রেস। এখন সবার নজর পশ্চিমবঙ্গের দিকে। তৃণমূল কংগ্রেস এখনো ৪২ আসনে একা লড়াইয়ের কথা জানিয়ে আসছে।