বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস দক্ষিণ কলকাতায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ির সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদ।
এ সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষা ও চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি করা হয়। এ জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়।
গত ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি হয়। এ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়।