ভারত-চীন সংঘর্ষ: লোকসভায় বিজেপির বক্তব্য দাবি করবে কংগ্রেস

লোকসভা
ফাইল ছবি: রয়টার্স

ভারত-চীনের সেনাদের মধ্যে সবশেষ সংঘর্ষের ঘটনা নিয়ে লোকসভায় বিজেপির বক্তব্য দাবি করবে বিরোধী দল কংগ্রেস।

কংগ্রেস আজ মঙ্গলবার লোকসভায় মুলতবি প্রস্তাব এনে ক্ষমতাসীন বিজেপির কাছে জানতে চাইবে, কবে, কখন, কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য লোকসভায় পেশের জন্য তারা দাবি জানাবে। কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে গত শুক্রবার ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এই খবর গতকাল সোমবার প্রথম প্রকাশ করে ভারতের ইংরেজি সংবাদপত্র দ্য ট্রিবিউন।

গতকাল রাতে দ্য ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত খবর বলা হয়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের একাধিক সদস্য আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়নি।

সংঘর্ষের পর উভয় দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে আসেন বলে জানা যায়।
পরে ভারতীয় সেনাবাহিনী এই খবরের সত্যতা স্বীকার করে।

২০২০ সালের জুন উত্তর ভারতের লাদাখে ভারত ও চীনের সেনারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল। এই সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছিলেন। চীনেরও বেশ কিছু সেনাসদস্য নিহত হয়েছিলেন বলে পরে জানা যায়।

পূর্ব লাদাখের ঘটনার আড়াই বছরের বেশি সময় পর দুই দেশের সেনারা আবার সংঘর্ষে জড়ালেন।