শাহরুখের ছেলেকে গ্রেপ্তার করা মাদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর বানখেড়ে
ফাইল ছবি : এএনআই

বলিউড তারকা শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তার করা ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর বানখেড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এই মামলা করে।

দুই বছর আগে মুম্বাইয়ে এনসিবির জোনাল চিফ ছিলেন সমীর বানখেড়ে। ওই সময় মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন ভারতের এনসিবির কর্মকর্তারা। তাঁদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক ১০ জনের মধ্যে শাহরুখপুত্র আরিয়ান খানও ছিলেন।

মাদকের ঘটনায় আরিয়ানের খানের বিরুদ্ধে মামলা হয়েছিল। চার সপ্তাহ জেল খাটতে হয়েছিল শাহরুখের ছেলেকে। ওই ঘটনায় ভারতসহ বিশ্বে আলোচনা হয়েছিল। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে গত বছরের মে মাসে ওই মামলা থেকে আরিয়ান খালাস পান।

এদিকে আরিয়ান খানকে গ্রেপ্তার এবং তদন্তদলটির অন্যতম সদস্য বিশ্ব বিজয় সিং সম্প্রতি চাকরি হারিয়েছেন। গত বছরের এপ্রিলে বিশ্ব বিজয়কে এনসিবি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে আরিয়ানের মামলার তদন্তের জন্য নয়, মাদক-সংক্রান্ত অন্য আরেকটি মামলার তদন্তে হেরফের করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছিল এনসিবি। সম্প্রতি শেষ হয়েছে এই তদন্ত। তদন্তের রিপোর্ট বিশ্ব বিজয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করে এনসিবি।