ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি, পৌরসভা নিয়োগে দুর্নীতি, গরু পাচার ও কয়লা পাচার–কাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মমতাদি, এই তো শুরু হলো, দুর্নীতিতে যুক্ত সবাইকে জেলে যেতেই হবে।’
মঙ্গলবার পশ্চিমবঙ্গের মতুয়া–অধ্যুষিত বনগাঁওয়ে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, ‘দুর্নীতিবাজেরা রেহাই পাবে না। আপনারা কেউ জীবনে এক নেতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হওয়া দেখেছেন? আমি মমতাদিকে বলছি, এই ৫০ কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি?’
অমিত শাহ আরও বলেন, নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিভ্রান্ত করা হচ্ছে। এই বাংলায় সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না। মানুষও এখন বুঝতে পেরেছে, সিএএ নিয়ে মমতাদি ‘মিথ্যা’ প্রচার করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘মমতাদি, যদি বাংলার জন্য কিছু করে থাকেন সেটা হলো, অনুপ্রবেশকারী ও দুর্নীতিবাজদের মদদ দেওয়া। এখন মমতাদি ইভিএম গড়বড়ের অভিযোগ তুলেছেন। মমতাদি, আপনি যখন জিতেছিলেন, তখন কিন্তু এই ইভিএমই ছিল।’
অমিত শাহ আরও বলেন, ‘এই বাংলায় এখন সিন্ডিকেট রাজত্ব, ভাইপোর গুন্ডামির রাজত্ব চলছে। দিদি, আপনার সময় শেষ হয়ে আসছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবে না। বাংলা থেকে ৩০টি আসনে জয় হবে মোদিজির।’