ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট

আর জি করে নারী চিকিৎসক হত্যা

অভিযুক্ত ৭ জনের নাম সিবিআইকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার পঞ্চম দফার শুনানি গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সংশ্লিষ্ট ৪২টি পক্ষ এবং ২ শতাধিক আইনজীবী অংশ নেন। আদালত অভিযুক্ত সাতজনের নাম কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের হালনাগাদ প্রতিবেদন গতকাল সর্বোচ্চ আদালতে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জুনিয়র আইনজীবীরা অভিযোগ তুলেছেন, আর জি কর–কাণ্ডে অভিযুক্ত সাত কর্মকর্তা এখনো নিজ নিজ পদে বহাল আছেন। চিকিৎসকেরাও তাঁদের হুমকিতে বিচলিত। পরে পর্যবেক্ষণে আদালত ওই সাত অভিযুক্তের নাম সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন।

এদিকে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসক ফ্রন্টের সাধারণ সভা ডেকে তাঁদের নিরাপত্তাহীনতার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা তাঁরা ঘোষণা করবেন।

আদালতকে ভুক্তভোগী নারী চিকিৎসকের আইনজীবী জানান, ভুক্তভোগীর ছবি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তাঁকে নিয়ে ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’ নামে সিনেমা বানানো হয়েছে। বুধবার (২ অক্টোবর) তা মুক্তি পাওয়ার কথা।

এ বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, এসব নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সিনেমাটি আটকানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক।