ভারতের কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেন। তিনি বলেন, আগামী সময়ে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করলেও তা কার্যকর করা হবে বলে তিনি জোর দেন।
আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব বথা বলেন অমিত শাহ। তিনি বলেন, এবার এই রাজ্যে বিজেপিকে ৩০ আসন দিতে হবে।
কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী বলেন, এবার দিদি (মমতা) ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। অথচ এই বাংলায় দিদি ও ভাইপোর বিদায় আসন্ন। আজ দিদি–ভাইপোরা বিজেপির ভয়ে আতঙ্কিত। তাঁদের সময় শেষ হয়ে আসছে।
এই রাজ্যে মমতাদি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দেন না অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘আমরা এই রাজ্যের সবার জন্য বিনা মূল্যে চাল-গম দিয়েছি।’
অমিত শাহ হুমকির সুরে বলেন, ‘বিজেপির কর্মী হত্যাকারীদের প্রয়োজনে আমরা পাতাল থেকে তুলে এনে শাস্তি দেব। তাঁদের জেলে ঢোকানো হবে। গরিব মানুষের অর্থ যাঁরা লুট করেছেন, তাঁদের বিচার হবেই। জেলে থাকতেই হবে।’
পরে অমিত শাহ পূর্ব বর্ধমান আসনের বিজেপি প্রার্থী অসীম সরকারকে বিপুল ভোটে জয়ী করে মোদির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অন্যদিকে বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার একটি প্রচার সভায় আজ দুপুরে যোগ দেন উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তিনি তাঁর ভাষণে বলেন, দেশকে দিশা দেখানো বাংলা আজ দিদির শাসনে দিশাহীন। অথচ এই বাংলাই ‘বন্দে মাতরম’ দিয়েছিল। আজ সেই বাংলা ষড়যন্ত্রের শিকার। বাংলা উন্নয়ন থেকে সরে যাচ্ছে। এই বাংলায় ঢোকানো হচ্ছে অনুপ্রবেশকারীদের। ওরা চাইছে বাংলার জনবিন্যাসে বদল আনতে। তিনি এ কথাও বলেন যে গত সাত বছরে তাঁর রাজ্য উত্তর প্রদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তাই তিনি মোদির হাত শক্ত করতে পদ্মফুলে ভোট দিতে আহ্বান জানান।