কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

কর্ণাটকের বেঙ্গালুরুতে গত বুধবার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা
ছবি: এএনআই

ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সরকারিভাবে চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রাজ্যটিতে বিজেপিকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

কর্ণাটক বিধানসভায় মোট আসন ২২৪। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসনে জয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কংগ্রেস জোট ১১৮টি আসনে জয়ের পথে। অন্যদিকে বিজেপি জয় পেতে যাচ্ছে ৭৯টি আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ২৩টি আসনে এগিয়ে আছে।

গত বুধবার কর্ণাটকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে ভোট পড়ে ৬৫ দশমিক ৭ শতাংশ।

উল্লেখ্য, কর্ণাটকে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। ওই নির্বাচনে বিজেপি জয়ী হয় ১০৪ আসনে, ভোট পায় সাড়ে ৩৬ শতাংশ। কংগ্রেস প্রায় ২ শতাংশ বেশি ভোট টেনেও আসন জেতে ৮০টি। ১৮ শতাংশ ভোট পেয়ে জেডিএস জেতে ৩৭টি আসন।