মা, বাবা ও তাঁদের কিশোরী মেয়ে—তিনজনই দগ্ধ হয়ে মারা গেছেন
মা, বাবা ও তাঁদের কিশোরী মেয়ে—তিনজনই দগ্ধ হয়ে মারা গেছেন

কানাডায় ‘রহস্যময়’ আগুনে প্রাণ গেল ভারতীয় মা–বাবা–মেয়ের

মা, বাবা ও তাঁদের কিশোরী মেয়ে—তিনজনই দগ্ধ হয়ে মারা গেছেন। কানাডায় নিজ বাড়িতে দগ্ধ হয়েছে ভারতীয় বংশোদ্ভূত পরিবারটি। তবে অগ্নিকাণ্ড নিয়ে রহস্য ছড়িয়ে পড়েছে। এমনকি স্থানীয় পুলিশ বলছে, এটা নিছক দুর্ঘটনা নয়। বরং ‘রহস্যময়’ আগুনে প্রাণ গেছে মা–বাবা–মেয়ের। কারণ খুঁজতে চলছে তদন্ত।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ৭ মার্চের। কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনের বিগ স্কাই ওয়ে অ্যান্ড ভ্যান ক্রিক ড্রাইভের বাড়িতে তাঁরা পুরোপুরি দগ্ধ হন। গতকাল শুক্রবার তিনজনের মরদেহ শনাক্ত হয়েছে।

প্রাণ হারানো তিনজন হলেন রাজীব ওয়ারিকো (৫১), তাঁর স্ত্রী শিল্পা কোথা (৪৭) এবং তাঁদের মেয়ে মাহেক ওয়ারিকো (১৬)।

প্রাথমিকভাবে এ ঘটনাকে আবাসিক ভবনে আগুন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ মত বদলায়। এখন পুলিশ বলছে, এটা সম্ভবত দুর্ঘটনাবশত লাগা আগুনের ঘটনা নয়।

পিল পুলিশ স্টেশনের কনস্টেবল তারইয়ান ইয়ং বলেন, আগুনের ঘটনাটি ‘রহস্যময়’। পুলিশ সব ধরনের তথ্য–উপাত্ত সংগ্রহ করছে। বিশদ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় তাঁরা ওই বাড়ি থেকে বিস্ফোরণের একটা শব্দ শুনেছিলেন। প্রতিবেশী কেনেথ ইউসাফ বলেন, প্রথমে বিকট শব্দ, এরপর পুরো বাড়িটি ধোঁয়ায় ঢেকে যায়। দগ্ধ হন বাড়িতে থাকা তিনজন।

রাজীব টরন্টো পুলিশে স্বেচ্ছাসেবক ছিলেন। তবে ২০১৬ সালেই তাঁর কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মাহেক ফুটবল খেলতে পছন্দ করত। তার কোচের মতে, মাহেক একজন সম্ভাবনাময় খেলোয়াড় ছিল।

পুলিশ বলছে, আগুনের ঘটনাটি নিয়ে বিশদ তদন্ত এখনো চলছে। এ বিষয়ে কেউ কোনো তথ্য জানলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।