বাংলায় রবীন্দ্রসংগীতের পরিবর্তে বোমার শব্দ শোনা যায়। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাংলার সব খাত আজ দুর্নীতিতে নিমজ্জিত। তাই বাংলাকে বাঁচাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করতে হবে। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য সংগ্রহ করবে বিজেপি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রোববার বিকেলে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
অমিত শাহ বলেন, আজ এই বাংলার সেই সন্দেশখালী থেকে আর জি কর হাসপাতাল—কোথাও নারীরা সুরক্ষিত নন। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে গোটা বাংলা দুর্নীতিতে নিমজ্জিত। রাজ্য সরকারের মদদে বাংলায় অনুপ্রবেশকারীদের রমরমা। তাই বাংলাকে বাঁচাতে, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে এবং বাংলায় পরিবর্তন আনতে বিজেপিকে জয়যুক্ত করতে হবে।
বিজেপির এই নেতা প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশসহ গরু পাচার, কয়লা পাচার বন্ধ হবে। বন্ধ হবে দুর্নীতি আর কাটমানির (ঘুষ) রমরমা ব্যবসা। ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপিকে আর রোখা যাবে না। বিজেপিই এই বাংলায় এসে দুর্নীতির বিরুদ্ধে প্রধান অস্ত্র হয়ে এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে।
বাংলা থেকেই বিজেপি যাত্রা করেছিল জানিয়ে অমিত শাহ বলেন, সেদিনকার বীজ আজ এক বিরাট বৃক্ষের রূপ নিয়েছে। বাংলায় আর টাকা দিয়ে চাকরি কিনতে হবে না।
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে পরবর্তী বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ রাজ্যে সর্বশেষ বিধানসভার নির্বাচন হয়েছিল ২০২১ সালে। তখন বিজেপি ৭৭টি আর তৃণমূল ২১৩টি আসন পেয়েছিল।