মণিপুরের বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিরোধী দলের আপত্তির কারণে মণিপুর রাজ্যের অধিবেশন মুলতবি করা হয়। মণিপুর, ভারত, ২৯ আগস্ট
ছবি: এএনআই

ভারতের মণিপুর রাজ্যে বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়। কিন্তু সভা চলাকালে গন্ডগোলের জেরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় অধিবেশন।

মঙ্গলবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। এ সময় কংগ্রেসের বিধায়কেরা চিৎকার করে সভার কাজে বাধা দেন। এতে নেতৃত্ব দেন সাবেক মুখ্যমন্ত্রী ইবোবি সিং। তাঁর সঙ্গে যোগ দিয়ে কংগ্রেসের পাঁচজন বিধায়ক স্লোগান দিতে থাকেন। এতে সভায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্পিকার টি এইচ সত্যব্রত ৩০ মিনিটের জন্য সভার কাজ মুলতবি করে দেন। কিন্তু এরপরও সভায় হট্টগোল চলতে থাকায় পৌনে ১২টার দিকে সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

এর আগে বিধানসভার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১০ জন এমএলএ ঘোষণা করেছিলেন, তাঁরা নিরাপত্তার কারণে রাজধানী ইম্ফলে এসে অধিবেশনে অংশ নেবেন না। তাঁদের মধ্যে মন্ত্রিসভার দুজন সদস্য লেটপাও হাওকিপ (হর্টিকালচার) এবং নেমচা কিপগেনও (শিল্পবাণিজ্য) আছেন। এই বিধায়কেরা উপজাতীয় কুকি, জো এবং হামর জনগোষ্ঠীর প্রতিনিধি। তবে মঙ্গলবারের অধিবেশনে ১০ জন নাগা এমএলএ উপস্থিত ছিলেন।

গত মে মাসে মণিপুরে জাতিগত সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর মঙ্গলবারই বিধানসভার প্রথম অধিবেশন বসেছিল। কিন্তু তা-ও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।