ভারতীয় এয়ারলাইনস স্পাইস জেটের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে
ভারতীয় এয়ারলাইনস স্পাইস জেটের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে

উড়োজাহাজের শৌচাগারে এক ঘণ্টা আটকা যাত্রী, দরজা ভেঙে উদ্ধার

ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল একটি ফ্লাইট। যাত্রাপথে উড়োজাহাজের শৌচাগারে যান এক যাত্রী। কিন্তু শৌচকর্ম শেষে সেখান থেকে বের হতে পারছিলেন না তিনি। এভাবে এক ঘণ্টার বেশি সময় তাঁকে আটকে থাকতে হয়। পরে শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার করা হয় ওই যাত্রীকে।  

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এদিন সকালে মুম্বাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা শুরু করে স্পাইস জেটের ওই ফ্লাইট। আকাশপথে মুম্বাই থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগে পৌনে দুই ঘণ্টা।

স্পাইস জেট ও বিমানবন্দরের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শৌচাগারের দরজা বিকল হওয়ায় ওই যাত্রী বের হতে পারছিলেন না। শৌচাগারে আটকা পড়ার পর ওই যাত্রীকে উদ্ধারে নানাভাবে চেষ্টা করেন ক্রু সদস্যরা। অনেক চেষ্টার পর শেষে উড়োজাহাজ অবতরণ করলে দরজা ভেঙে ফেলা হয়।

বেঙ্গালুরু বিমানবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘উড়োজাহাজের শৌচাগারে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে ছিলেন বেচারা যাত্রী। আরও দুঃখজনক বিষয় হচ্ছে, শৌচাগারে আটকা থাকা অবস্থায় তাঁকে বিমানবন্দরে অবতরণ করতে হয়।’

বিমানবন্দরের ওই কর্মকর্তা আরও জানান, শৌচাগারে আটকা পড়া ওই যাত্রীর ডাকে সাড়া দিয়ে একজন ক্রু সদস্য একাধিকবার দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর একজন এয়ার হোস্টেস দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে একটি চিরকুট পাঠিয়ে বিচলিত না হতে অনুরোধ জানান যাত্রীকে।

চিরকুটে লেখা ছিল, ‘জনাব, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দরজা খোলার চেষ্টা করেছি। বিচলিত হবেন না। আর কয়েক মিনিটের মধ্যে আমরা অবতরণ করব। তাই অনুগ্রহ করে কমোডে থাকা ঢাকনাটি দিয়ে এর ওপর বসে থাকুন। নিজেকে নিরাপদ অবস্থানে রাখবেন। অবতরণ করার পর উড়োজাহাজের মূল দরজা খোলা হবে। আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই প্রকৌশলী আসবেন।’

শৌচাগারে এভাবে একজন যাত্রীর আটকা পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। ভারতীয় এয়ারলাইনসটির একজন মুখপাত্র বলেছেন, ‘আটকা পড়ার পর পুরো সময় ওই যাত্রীকে সহযোগিতা ও নির্দেশনা দেন আমাদের ক্রু সদস্যরা। অবতরণের পর এক প্রকৌশলী শৌচাগারের দরজা ভাঙেন। উদ্ধারের পর দ্রুত ওই যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।’