বিধান পার্ক এলাকার মণ্ডল পাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়ি
বিধান পার্ক এলাকার মণ্ডল পাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়ি

আনোয়ারুল হত্যা

কলকাতায় গোপাল বিশ্বাসের বাড়ি গিয়ে যা দেখা গেল

সংসদ সদস্য আনোয়ারুল আজীম কলকাতায় গিয়ে যাঁর বাসায় উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। গোপাল বিশ্বাসের বাড়ি বিধান পার্ক এলাকার মণ্ডল পাড়া লেনে। সরু রাস্তা বেয়ে ভেতরে ঢুকতে হয়।

বৃহস্পতিবার দুপুরের পর গিয়ে দেখা যায়, তিনতলা বাড়ি। দরজা বন্ধ। ডাকাডাকি করলে ওপর থেকে একজন বলেন, ‘উনি বাড়িতে নেই। কখন আসবেন বলতে পারছি না। চিকিৎসার জন্য বাইরে গেছেন।’

এরপর কিছুক্ষণ গোপাল বিশ্বাসের বাড়ির সামনে অপেক্ষা করেও তাঁর বিষয়ে আর কিছু জানা যায়নি। পাড়ার দু-একজনের কাছে জিজ্ঞেস করলে তারা এড়িয়ে যান। একজন বলেন, ‘আমরা জেনেছি গোপাল বিশ্বাসের বাংলাদেশের বন্ধু খুন হয়েছেন।’

বাড়ির সামনে একটি বোর্ড লাগানো আছে। তাতে লেখা এসআরবি জুয়েলার্স। পাশে আবার কাগজে লেখা গোপাল বিশ্বাসের নাম।

এখানে একজনকে জিজ্ঞাসা করলে তিনি শুধু এটুকু বলেন, উনি স্বর্ণের ব্যবসায়ী। বাংলাদেশের ওনার বহু বন্ধু আছেন। তাঁরা মাঝেমধ্যে এই বাড়িতে আসেন।

গত ১৩ মে দুপুরে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়েছিলেন আনোয়ারুল। এরপর তিনি কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে গিয়ে খুন হন বলে তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

বিকেলে নিউ টাউনে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, এই খুনের ব্যাপারে কিছুই জানেন না। সঞ্জিভা গার্ডেন্সে কারা আসেন, থাকেন, চলে যান সেটা তাদের জানার কথাও নয়।