এনআইটি সিলচরের ফেসবুক থেকে নেওয়া
এনআইটি সিলচরের ফেসবুক থেকে নেওয়া

আসাম থেকে ফেরত পাঠানো হয়েছে এক শিক্ষার্থীকে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ’ ইমোজি দেওয়ার পর এক শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থী আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), সিলচর–এ পড়তেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবার এ খবর জানিয়েছে।

আসামের কাচার জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা গতকাল মঙ্গলবার বলেছেন, ওই শিক্ষার্থীকে ‘দেশ থেকে বের করে দেওয়া হয়নি’। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এনআইটি সিলচর–এ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারে ওই শিক্ষার্থীকে সোমবার করিমগঞ্জ জেলার সুতারকান্ডিতে অবস্থিত সমন্বিত তল্লাশিচৌকি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে এসপি নুমাল মাহাত্তা জানিয়েছেন।