বিজেপি ও কংগ্রেসের লোগো
বিজেপি ও কংগ্রেসের লোগো

রাহুলের বিরুদ্ধে মন্তব্য: বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর কংগ্রেসের

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসহ অন্য নেতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল কংগ্রেস।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শাসকদলীয় নেতাদের নানা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ বুধবার থানা-পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়।

নয়াদিল্লির তুঘলক রোড থানায় এই এফআইআর করেন কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন ও মহিলা কংগ্রেস কমিটির প্রধান অলকা লাম্বা।

এফআইআর করা হয়েছে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু, উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, বিজেপি নেতা তারবিন্দর সিং মারোয়া ও মহারাষ্ট্রের শিবসেনা (শিন্ডে) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধে।

অভিযোগ, এই নেতারা রাহুলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যই শুধু করেননি, তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি করতে চেয়েছেন, যাতে হিংসা ছড়ায়। রাহুলকে খুনের হুমকিও দেওয়া হয়েছে।

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগে মাকেন বলেছেন, রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু ১৫ সেপ্টেম্বর প্রকাশ্যে রাহুলকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী’ বলেছেন। এটা তিনি করেছেন, যাতে রাহুলের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়, সমাজে হিংসা ছড়ায়। বিট্টুর এ মন্তব্য বহু নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছে।

বিজেপি নেতা তারবিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে কংগ্রেস বলেছে, গত ১১ সেপ্টেম্বর বিজেপির এক দলীয় সভায় রাহুলকে হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘নিজেকে শোধরাও। নাহলে তোমার হালও দাদির (ইন্দিরা গান্ধী) মতো হবে।’

এফআইআরে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর শিবসেনা (শিন্ডে) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় ঘোষণা করেন, রাহুলের জিব যে কাটবে, তাঁকে ১১ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। সঞ্জয়ের দাবি, যুক্তরাষ্ট্রে গিয়ে রাহুল সংরক্ষণপ্রথা তুলে দেওয়ার ইচ্ছার কথা বলেছেন। উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী রঘুরাজ সিংও রাহুলকে ‘এক নম্বর সন্ত্রাসবাদী’ বলেছিলেন।

রাহুল সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ভারতের ‘ধর্মীয় অসহিষ্ণুতার’ সমালোচনা করেছিলেন। সংখ্যালঘুদের ধর্মাচরণে বাধা নিয়ে মন্তব্য করার সময় তিনি উদাহরণ হিসেবে বলেছিলেন, ‘যা চলছে, তাতে শিখ সম্প্রদায়ের মানুষ মাথায় পাগড়ি, হাতে কাড়া (ইস্পাতের বালা) পরতে পারবে কি না, সন্দেহ।’

রাহুল আরও বলেছিলেন, ‘দেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতেই ইন্ডিয়া জোট লড়াই করছে। এটা স্রেফ রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই সব ধর্মের জন্য।’
বিজেপি ও তার শরিকেরা এ মন্তব্যের জন্যই রাহুলের বিরুদ্ধে লেগেছেন। তাঁদের মতে, রাহুলের এ মন্তব্য শিখ ধর্মের বিরোধী।

এফআইআর দাখিলের আগের দিন গতকাল মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি নেতাদের এসব মন্তব্যের বিহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন।

গতকাল ছিল মোদির জন্মদিন। জন্মদিনের শুভকামনা জানিয়ে চিঠিতে খাড়গে লেখেন, ‘দলীয় নেতাদের এ ধরনের কুমন্তব্য অবিলম্বে বন্ধ করতে প্রধানমন্ত্রীর উদ্যোগী হওয়া উচিত।’

সেই চিঠিতেই খাড়গে জানিয়েছিলেন, এ ধরনের মন্তব্যের জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে কংগ্রেস আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

খাড়গে লেখেন, এ ধরনের অশালীন মন্তব্য দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। সারা পৃথিবী এটা দেখে স্তম্ভিত যে কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর প্রদেশের মন্ত্রী দেশের বিরোধী নেতাকে ‘এক নম্বর সন্ত্রাসবাদী’ বলছেন। একজন সরাসরি খুনের হুমকি দিয়ে বলছেন, দাদির মতো হাল হবে। কেউবা ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করছেন বিরোধী নেতার জিব কেটে দিতে পারলে। প্রধানমন্ত্রীকে খাড়গে মনে করিয়ে দিয়েছেন, সারা পৃথিবীতে ভারতের পরিচয় অহিংসা, সম্প্রীতি ও ভালোবাসার বাণী প্রচারের জন্য।

সেই চিঠিতেই খাড়গে জানিয়েছিলেন, এ ধরনের মন্তব্যের জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে কংগ্রেস আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

খাড়গে লেখেন, এ ধরনের অশালীন মন্তব্য দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। সারা পৃথিবী এটা দেখে স্তম্ভিত যে কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর প্রদেশের মন্ত্রী দেশের বিরোধী নেতাকে ‘এক নম্বর সন্ত্রাসবাদী’ বলছেন। একজন সরাসরি খুনের হুমকি দিয়ে বলছেন, দাদির মতো হাল হবে। কেউবা ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করছেন বিরোধী নেতার জিব কেটে দিতে পারলে। প্রধানমন্ত্রীকে খাড়গে মনে করিয়ে দিয়েছেন, সারা পৃথিবীতে ভারতের পরিচয় অহিংসা, সম্প্রীতি ও ভালোবাসার বাণী প্রচারের জন্য।