বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পতাকা
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পতাকা

পশ্চিমবঙ্গের বিধানসভার ৬ আসনে উপনির্বাচন: আরজিকর–কাণ্ডের পর চ্যালেঞ্জের মুখে তৃণমূল

আগামীকাল বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভার ছয় আসনের শূন্য পদে উপনির্বাচন। এ নির্বাচনে এবার মূল লড়াইয়ের মুখোমুখি তৃণমূল ও বিজেপি।

কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর এই নির্বাচন এই রাজ্যে যথেষ্ট গুরুত্ব নিয়ে হাজির হয়েছে।

আগামীকাল যেসব আসনে উপনির্বাচন হবে, সেগুলো হলো সিতাই (কোচবিহার), মাদারিহাট (আলীপুরদুয়ার), নৈহাটি (উত্তর ২৪ পরগনা), মেদিনীপুর (মেদিনীপুর সদর), হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) এবং তালডাঙ্গা (বাঁকুরা)। এসব আসন শূন্য হয় মূলত ওই সব আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে অংশ নেন। ওই ৬ আসনের মধ্যে সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৫টিতে তৃণমূল কংগ্রেস ও একটিতে বিজেপি জিতেছিল।

এ উপনির্বাচনকে তৃণমূলের জন্য এক বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। কারণ, এরই মধ্যে ঘটেছে আরজি হাসপাতালে ধর্ষণ ও হত্যা ঘিরে তীব্র আন্দোলন। চিকিৎসকেরা ওই হত্যার প্রতিবাদে আন্দোলন, অবস্থান কর্মসূচি, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, রাজ্যের স্বাস্থ্য ভবন অবরোধ, রাজ্যজুড়ে রাতজাগা কর্মসূচি এবং অনশন কর্মসূচিতে অংশ নেন। একটানা ১৭ দিন অনশন করেন জুনিয়র চিকিৎসকেরা। তাতে রাজ্য সরকার এগিয়ে না এলে অনশনকারীরা ধর্ষণের শিকার ও খুন হওয়া চিকিৎসকের মা–বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করে নিলেও এখনো তাঁদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত রেখেছেন তাঁরা।

আর এ ছয়টি আসনেই তীব্র লড়াইয়ের মুখোমুখি হচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। আরজিকর–কাণ্ডের জেরে এবার বিজেপি, বাম দল এবং কংগ্রেস আদাজল খেয়ে মাঠে নেমেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসও মাঠে রয়েছে। তৃণমূল মনে করছে নিজেদের পাঁচ আসনে তো তারা জিতছেই, বাকি বিজেপির হাতে থাকা মাদারিহাট আসনটিও এবার তারা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেবে।

অন্যদিকে বিজেপি বলেছে, তারা তাদের একমাত্র আসন মাদারিহাটে জিতে বাকি পাঁচটি আসনেও ভাগ বসানোর লড়াই চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে, ওই পাঁচটি আসনের একটি বা দুটি ছিনিয়ে নিতে পারলেই তারা কার্যত জয়ী হবে। তারা আরও মনে করছে, এবারের আরজিকর–কাণ্ড নতুন করেই রাজ্যবাসীর চোখ খুলে দিয়েছে। তাই তারা মনে করছে, এবার মানুষ তাদের দিকেই থাকবে।