সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সমুদ্রের তীরবর্তী একটি ভিলা আট কোটি ডলারে কিনেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি এখন পর্যন্ত দুবাইয়ের সবচেয়ে ব্যয়বহুল আবাসন কেনার ঘটনা। সংশ্লিষ্ট দুটি সূত্র বিষয়টি জানিয়েছে। খবর এনডিটিভির।
ভারতের শীর্ষ ধনী আম্বানি। চলতি বছরের শুরুর দিকে তাঁর ছোট ছেলে অনন্তর জন্য দুবাইয়ের ‘পাম জুমেইরাহ’-তে এ সম্পত্তি কেনা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান। গোপনে এ লেনদেন সম্পন্ন হয়েছে বলে তিনি নাম প্রকাশ করতে চাননি।
দুবাইয়ে সমুদ্র ভরাট করে ‘পাম জুমেইরাহ’ কৃত্রিম দ্বীপটি তৈরি করা হয়। খেজুরগাছ আকৃতির দ্বীপটির উত্তরাংশে ভিলাটি অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভবনটিতে রয়েছে ১০টি শয়নকক্ষ, একটি প্রাইভেট স্পা এবং ইনডোর ও আউটডোর পুল। তবে এটি কে কিনেছে, তা উল্লেখ করা হয়নি।
অতিধনীদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে দুবাই। বিদেশিদের দীর্ঘমেয়াদি ‘গোল্ডেন ভিসা’ এবং সহজে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দিয়ে থাকে আমিরাত সরকার। আম্বানির নতুন প্রতিবেশীদের কয়েকজন হবেন ব্রিটিশ ফুটবলার ডেভিড ব্যাকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া এবং বলিউড মেগাস্টার শাহরুখ খান।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, আম্বানির সম্পদের পরিমাণ ৯ হাজার ৩৩০ কোটি ডলার। অনন্ত এ সম্পদের তিন উত্তরাধিকারের একজন।
আম্বানি বিশ্বের ১১তম শীর্ষ ধনী। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। গ্রিন এনার্জি, প্রযুক্তি ও ই-কমার্সে ব্যবসা বিস্তৃত করার চেষ্টা শুরু করেছেন তিনি। এরপর ব্যবসার দেখভালের দায়িত্বও ছেলেদের ওপর ধীরে ধীরে ছাড়ছেন তিনি।
বিদেশে আবাসন খাতে অবস্থান জোরদার করছে আম্বানি পরিবার। সংশ্লিষ্ট একজন জানান, তিন সহোদরের সবারই চাওয়া পশ্চিমে হোক তাঁদের সেকেন্ড হোম।
গত বছর যুক্তরাজ্যের স্টোক পার্ক লিমিটেড কিনতে ৭ কোটি ৯০ লাখ ডলার খরচ করে রিলায়েন্স। সেখানকার জর্জিয়ান যুগের ম্যানশনটি (ভবন) বড় ছেলে আকাশের জন্য বলে জানা গেছে। সম্প্রতি তাঁকে টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান করা হয়েছে। তাঁর যমজ বোন ইশা নিউইয়র্কে বাড়ি খুঁজছেন বলেও ওই ব্যক্তি জানান।
এ বিষয়ে জানতে রিলায়েন্সের সঙ্গে ই-মেইল ও ফোনে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।
আম্বানির প্রাথমিক বাসভবন আপাতত মুম্বাইয়ের ২৭ তলার ‘অ্যান্টিলিয়া’ই থাকছে। এখানে রয়েছে তিনটি হেলিপ্যাড, ১৬৮টি গাড়ি পার্কিংয়ের সুবিধা, একটি ৫০ আসনের মুভি থিয়েটার, বিশাল হলরুম ও ৯টি এলিভেটর।