লোকসভার অধিবেশনে বক্তৃতা করছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
লোকসভার অধিবেশনে বক্তৃতা করছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

আমেথিতে গত নির্বাচনে চমক দেখানো স্মৃতি ইরানির এবারের অবস্থা কী

উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লালের থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। তিনি গতবারের লোকসভা নির্বাচনে এই আসনে রাহুল গান্ধীকে হারিয়ে দিয়ে দারুণ চমক দিয়েছিলেন।

ঐতিহ্যগতভাবে আমেথি কংগ্রসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকে নির্বাচন করে লোকসভা সদস্য হয়েছেন গান্ধী পরিবারের সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। ২০০৪ সাল থেকে রাহুল এই আসনে নির্বাচন করা শুরু করেন এবং টানা তিনবার সফল হন। ছন্দপতন ঘটে ২০১৯ সালে।

এবার আমেথি আসন থেকে প্রার্থী না হয়ে রাহুল তার মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরেলি আসন থেকে প্রার্থী হন। আমেথির জন্য বেছে নেওয়া হয় গান্ধী পরিবারের দীর্ঘদিনের অনুগত কিশোরী লালকে।

ভোট গণনা শুরু হওয়ার পর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কিশোরী লাল ১ লাখ ৫০ হাজারের বেশি ভোট পেয়েছেন। স্মৃতি ইরানির ঝুলিতে পড়েছে এক লাখ ৪ হাজারের বেশি ভোট। অর্থাৎ, গণনার প্রথম চার ঘণ্টায় বিজেপির স্মৃতি কংগ্রসের কিশোরীরের চেয়ে ৫০ হাজারের বেশি ভোটে পিছিয়ে আছেন।