ভারতে বিশেষ করে নারীদের আর্থিক বোঝা লাঘবে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে এই ‘উপহার’ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দরিদ্র নারীদের জন্য এলপিজি ভর্তুকি প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ায়। এই সিদ্ধান্তের পরদিন আন্তর্জাতিক নারী দিবসে মোদির কাছ থেকে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর ঘোষণা এল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ঘোষণায় মোদি বলেন, দাম কমানোর সিদ্ধান্তটি ভারতের লাখ লাখ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে লাঘব করবে। এই সিদ্ধান্তে বিশেষ করে ভারতের নারীশক্তি উপকৃত হবে।
মোদি আরও বলেছেন, রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে তাঁরা পারিবারিক কল্যাণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছেন। নারীর ক্ষমতায়নসহ জীবনযাত্রা সহজ করার বিষয়টি নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতির সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।
তবে এনসিপি (শরদ পাওয়ার) দলের সংসদ সদস্য সুপ্রিয়া সুলে বলেছেন, এই ঘোষণা কোনো আশ্চর্যের বিষয় নয়। কারণ, নির্বাচন সামনেই।