কানাডায় হিন্দু মন্দিরে ‘বেপরোয়া হামলার’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডা সরকারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নরেন্দ্র মোদি বলেন, ‘কানাডায় হিন্দু মন্দিরে বেপরোয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান আতঙ্কজনক।’
এ ধরনের সহিংসতা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করবে না উল্লেখ করে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমরা আশা করি, কানাডা সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে ও আইনের শাসন বজায় রাখবে।’
বিবিসির প্রতিবেদনের তথ্য, কানাডার টরন্টোর পাশে ব্রাম্পটন শহরে গত রোববার একটি হিন্দু মন্দিরে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘বেপরোয়া হামলা’ বলে উল্লেখ করেছেন মোদি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বলছে, কিছু বেআইনি কার্যকলাপের তদন্ত চলছে।