ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের জবাব দিলেন অমিত শাহ

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরিওয়ালের বক্তব্যের জবাবে গতকাল শনিবার অমিত শাহ সাংবাদিকদের বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে ৭৫ বছর বয়স হলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরে যাবেন, তাহলে সেটা খুব বড় ভুল ধারণা।

গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পান কেজরিওয়াল। পরদিন তিনি সংবাদ সম্মেলনে বলেন, ভবিষ্যতে অমিত শাহ যাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন, সেই পটভূমি তৈরি করছেন মোদি।

কেজরিওয়াল বলেন, এই লোকেরা ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রীর মুখ জানতে চায়। তিনি বিজেপিকে প্রশ্ন করতে চান, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদির বয়স ৭৫ হবে। তিনি নিজেই ২০১৪ সালে নিয়ম করেছিলেন যে ৭৫ বছর বয়সী লোকদের অবসর দেওয়া হবে। তারা এল কে আদভানি, মুরলি মনোহর যোশি, সুমিত্রা মহাজনকে অবসরে পাঠিয়েছে। মোদি আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। অমিত শাহ কি মোদির অঙ্গীকার (গ্যারান্টি) পূরণ করবেন?

জবাবে অমিত শাহ বলেন, তিনি কেজরিওয়াল ও তাঁর সাঙ্গপাঙ্গদের এবং ইন্ডিয়া জোটকে বলতে চান, বিজেপির সংবিধানে এমন কিছুর (৭৫ বছরের বয়সসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী মোদি এই মেয়াদ শেষ করতে চলছেন। প্রধানমন্ত্রী মোদি ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির মধ্যে এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই।

কেজরিওয়ালের ‘ভুল আত্মবিশ্বাস’ নিয়েও প্রশ্ন তোলেন অমিত শাহ। তিনি বলেন, কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টে আরজি জানিয়ে বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার করাটা ঠিক ছিল না। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে একমত হননি। কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে ১ জুন পর্যন্ত। তাঁকে ২ জুন আত্মসমর্পণ করতে হবে।

অমিত শাহ বলেন, যদি কেজরিওয়াল একে (অন্তর্বর্তীকালীন জামিন) ছাড়পত্র (ক্লিন চিট) হিসেবে বিবেচনা করেন, তবে আইন সম্পর্কে তাঁর বোঝায় ঘাটতি আছে।