প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা ছাড়ার ঘণ্টা কয়েকের মধ্যে গতকাল শনিবার রাতেই বিজেপির নির্বাচনী প্রচারে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে তিনি তিনবার নির্বাচনী সফরে ত্রিপুরায় এলেন।
নির্বাচনের আগে আজ রোববার অমিত শাহ দুটি নির্বাচনী জনসভা করবেন উনাকোটি জেলার চণ্ডীপুরে এবং সিপাহিজালা জেলার চড়িলাম বিধানসভা কেন্দ্রে। এরপর তিনি আগরতলায় ফিরে রোড শো করবেন। আজ ভোরেই স্থানীয় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি।
গত ৫ জানুয়ারি অমিত শাহ রাজ্যব্যাপী রথযাত্রার সূচনা করেন এবং তারপর ভোট ঘোষণার পরে ৬ ফেব্রুয়ারি রাজ্যে দুটি জনসভা করেন। এখন পর্যন্ত তাঁর জনসভায় ভালোই ভিড় হয়েছে বলে সাধারণ মানুষের বক্তব্য। আজ স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করে যাওয়ার পরপরই, কাল সোমবার আবার রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন তিনি আগরতলায় গণসমাবেশ করবেন বলে জানা গেছে।
অনেকটা পশ্চিমবঙ্গের ধাঁচেই ত্রিপুরায় প্রচার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। তাঁরা লাগাতার রাজ্যে আসছেন এবং রাজ্য সরকারের দুর্নীতির আখ্যান মানুষের কাছে তুলে ধরছেন। রাজ্যে ভোট ১৬ ফেব্রুয়ারি। ভোটগণনা আগামী ২ মার্চ।
স্থানীয় পর্যবেক্ষকদের বক্তব্য, ত্রিপুরায় মাত্র পাঁচ বছর সরকার চালিয়েছে বিজেপি। তার মধ্যেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরালো হয়ে উঠেছে। তাই পশ্চিমবঙ্গের মতো বারবার রাজ্যে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে।তবে ২০২১ সালের নির্বাচনের আগে তাঁরা লাগাতার কয়েক মাস পশ্চিমবঙ্গ সফর করেছিলেন, ত্রিপুরায় এই লাগাতার সফর শেষ সপ্তাহে করছেন বিজেপির দুই মহারথী।