মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ
মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী  বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন ফাডনবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার

ভারতের মহারাষ্ট্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। ফাডনবিশ এই নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।

সব জল্পনা ঘুচিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও এনসিপি নেতা অজিত পাওয়ার। শিন্ডে ছিলেন বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার দাবিতে তিনি অনড় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১০ দিনের টানাপোড়েন শেষে ফাডনবিশের অন্যতম ডেপুটি হিসেবে মন্ত্রিসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অজিত পাওয়ার এই নিয়ে ষষ্ঠবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন।

বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৫ আসনে প্রার্থী দিয়ে জিতেছে ১৩২টি। এমন বিস্ময়কর ফল এই রাজ্যে আগে কখনো হয়নি। শিবসেনা শিন্ডে জেতেন ৫৭টিতে এবং এনসিপি জয়ী হয় ৪১ আসনে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও এনডিএ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, ক্রিকেটার শচীন তেন্ডুলকারসহ বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা। তবে বিরোধী দল কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (এসপি) নেতারা এই অনুষ্ঠানে যোগ দেননি।

বিরোধীদের অভিযোগ, নির্বাচনী কমিশনের সক্রিয় সহযোগিতায় ইভিএমে কারচুপি করে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ভোটে জিতেছে। রাজ্য বিধানসভার মোট ২৮৮ আসনের মধ্যে মহায়ুতি জোট ২৩৫টি আসন জেতে। অথচ মাত্র ৫ মাস আগে লোকসভা ভোটে ৪৮টি আসনের মধ্যে তারা জিতেছিল মাত্র ১৭টি। বিরোধী মহা আঘাড়ি জোট জিতেছিল ৩০টি আসন।