করোনার আক্রমণ থেকে কলকাতাবাসী সাময়িক মুক্ত হলেও শহরে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ফলে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে।
গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রমণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে কলকাতার বি সি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে তিন শিশু বি সি রায় শিশু হাসপাতালে আর দুই শিশু কলকাতা মেডিকেল কলেজে মারা গেছে।
অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো শিশুর জ্বর, সর্দি–কাশি, বমি ইত্যাদি। এই রোগের শিকার হয়ে এখন বহু শিশুর পরিবারই ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে। আজ বুধবার সকালে রাজ্যের স্বাস্থ্যসচিব বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এই রোগ মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ।
স্বাস্থ্যসচিব শিশুদের চিকিৎসার জন্য বি সি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কলকাতার সব বড় হাসপাতালে শিশুদের চিকিৎসার পর্যাপ্ত কাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী এই রোগ নিরাময়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বলেছেন, এখন বড় বড় সরকারি হাসপাতালে শিশুদের শয্যা মিলছে না।