দিঘার সাগরপাড়ে  প্রস্তুত মাছ ধরার ট্রলার
দিঘার সাগরপাড়ে  প্রস্তুত মাছ ধরার ট্রলার

পশ্চিমবঙ্গে সাগরে ইলিশ ধরায় ব্যস্ত মৎস্যজীবীরা

পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এলাকায় ইলিশ ধরার মৌসুম চলে এসেছে। গতকাল শুক্রবার ভোর থেকে সমুদ্রে নেমে পড়েছে শত শত মাছধরার ট্রলার।

সাগরে দুই মাস ইলিশ ধরা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার মাঝরাত থেকে ইলিশ ধরার ওপর পশ্চিমবঙ্গ সরকারের দুই মাসের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়।

দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, এবার এই জেলার অন্তত সাড়ে ৩ হাজার মাছ ধরার ট্রলার মাছ ধরতে সমুদ্রে নামবে। মালিকেরা  ট্রলার মেরামত বা রং করে ইলিশ ও অন্যান্য মাছ ধরার জাল নিয়ে সমুদ্রে নেমে পড়ছেন।

দক্ষিণ চব্বিশ পরগনার জেলা মৎস্য দপ্তর এক নির্দেশে জানিয়েছে,  প্রতিটি ট্রলারে ১৫ জন মৎস্যজীবী থাকতে পারবেন।

ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড  ফিশারম্যান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ইলিশের মৌসুমে এবার  পশ্চিমবঙ্গে ১১ হাজারের বেশি ট্রলার সমুদ্রে ইলিশ ধরতে নামতে পারে। মৎস্যজীবীরা আশা করছেন, এবার সমুদ্র ভালো ইলিশ পাওয়া যাবে।