ভারতের কেরালা রাজ্যে পর্যটক বহনকারী বিশেষ একটি নৌকা বা হাউসবোট ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। হাউসবোটটিতে প্রায় ৩০ জন আরোহী ছিলেন। রোববার সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরাম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সৈকতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আবদুর রহমান। তিনি বলেন, মৃতদের অনেকেই নারী ও শিশু। স্কুল ছুটি থাকায় তাঁরা হাউসবোটটিতে ভ্রমণের জন্য গিয়েছিলেন।
সাংবাদিকদের কেরালার এই মন্ত্রী বলেন, হাউসবোটটি উল্টে যায়। এখনো অনেকে সেটির নিচে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের বের করে আনতে হবে। কী কারণে নৌকাটি উল্টে গেছে তা জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।
এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া ঘটনায় সমবেদনা জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।