ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে কোনো আবাসিক হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে ভারতের ত্রিপুরা রাজ্য ও আসাম রাজ্যের বরাক উপত্যকার হোটেলমালিকেরাও একই সিদ্ধান্ত নেন।
শিলিগুড়ির আবাসিক হোটেল মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে হিন্দুদের ওপর হামলা হচ্ছে। এর প্রতিবাদে শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্তের কারণে হয়তো আবাসিক হোটেল খাত ক্ষতির মুখে পড়বে। কিন্তু এর চেয়ে জাতীয় স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ।’
সংগঠনটির প্রেসিডেন্ট রাজীব দাশ বলেন, ‘আমাদের জাতীয় পতাকার অবমাননা শুধু দেশের জন্য অসম্মানের নয়, এটা আমাদের সবার জন্য অপমানজনক।’
এর আগে ২ ডিসেম্বর ত্রিপুরার আবাসিক হোটেল মালিকদের সংগঠন ঘোষণা দেয়, সেখানকার কোনো আবাসিক হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। তাঁদের কোনো পরিষেবাও দেওয়া হবে না। যদিও পরে চিকিৎসাসেবা নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিথিলের কথা জানানো হয়। এ ছাড়া ৬ ডিসেম্বর আসাম রাজ্যের বরাক উপত্যকার হোটেলমালিকেরাও বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।