নরেন্দ্র মোদি বলেছেন, ভারত কখনো সম্প্রসারণবাদী মানসিকতা নিয়ে এগোয়নি। অন্যের সম্পদ দখল করার মনোভাব থেকে ভারত সব সময় দূরে থেকেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
ভূরাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে মোদি বলেন, সংঘাত সৃষ্টিকারী পরিস্থিতিগুলো চিহ্নিত করে, তা দূর করার সময় এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকে সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধের মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সঙ্গে লড়াই করেই আমরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করতে পারব।’
মোদি বলেন, আর এটি তখনই সম্ভব, যখন গণতন্ত্রকে, মানবতাকে সবার আগে স্থান দেওয়া হবে। ভারত সব সময় নীতি, বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে কথা বলে এসেছে।
যদি একটি দেশ, এমনকি একটি অঞ্চল পিছিয়ে থাকে, তাহলে বৈশ্বিক লক্ষ্যগুলো কখনোই অর্জিত হবে না বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ কারণেই ভারত বলে, প্রতিটি জাতি গুরুত্বপূর্ণ।’
ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে মোদি বলেন, তাঁর দেশ কখনোই স্বার্থপরতা নিয়ে এগোয়নি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনো সম্প্রসারণবাদের মনোভাব নিয়ে এগিয়ে যাইনি। সম্পদ দখলের মনোভাব থেকে আমরা সব সময় দূরে থেকেছি।’