মালদায় বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মালদায় বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলায় কাটমানি ছাড়া কোনো কাজ হয় না বললেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলার কোনো কাজ কাটমানি ছাড়া হয় না। এই বাংলায় দুর্নীতি করছে তৃণমূল, আর ভুগছে বাংলার মানুষ। ওরা ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে।

আজ শুক্রবার পুরোনো মালদায় বিজেপি আয়োজিত এক জনসভায় নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদি এ কথা বলেন। মালদায় লোকসভার দুটি আসন উত্তর মালদা ও দক্ষিণ মালদা রয়েছে। উত্তর মালদার বিজেপি প্রার্থী বিদায়ী সংসদ সদস্য খগেন মুর্মু ও দক্ষিণ মালদায় শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁদেরই ভোটের প্রচারে এসে মোদি এসব কথা বলেন।

তৃণমূলের নেতা-মন্ত্রীরা আজ বড় তোলাবাজ বলে অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, বাংলার যুবকদের উন্নতির সব রাস্তা বন্ধ করে দিয়েছে। চাকরি পেতে ঘুষ দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলে নেতাদের হাতে দিয়েছে। আজ এই বাংলায় উন্নয়নের বদলে চলছে দুর্নীতির রাজত্ব। উন্নয়নের পরিবর্তে হাজার হাজার কোটির দুর্নীতি। বাংলার কোনো কাজ কাটমানি ছাড়া হয় না।

সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা দেশবাসীকে চমকে দিয়েছে বলেও মন্তব্য করেন মোদি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বাঁচাতে তৃণমূল তৎপর হলেও তিনি বলেন, অপরাধীরা ন্যায্য বিচার পাবেন।

মোদি বলেন, ‘ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। আমরা সিএএ কার্যকর করব।’

মোদি বাংলায় এত জনসমাগম আর বাংলার মানুষের ভালোবাসা দেখে বলেন, ‘আমি আজ আপ্লুত। মনে হয়, আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, নয়তো পরের জন্মে বাংলায় জন্মাব।’ তৃণমূল এই বাংলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে বলেও অভিযোগ করেন মোদি।

মোদি নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে চারবার পশ্চিমবঙ্গে এসেছেন। নির্বাচনী সভা করেছেন কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট ও রায়গঞ্জে।