৫৪ বছর বয়সী সাইরাস একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন
৫৪ বছর বয়সী সাইরাস একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন

সড়ক দুর্ঘটনায় নিহত টাটার সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

ভারতের শিল্পগোষ্ঠী টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রোববার ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর শহরের চারোটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, ৫৪ বছর বয়সী সাইরাস একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন। গাড়িটি চারোটি এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ বিষয়ে পালঘর জেলা পুলিশ সুপার বালাসাহেব পাতিল বলেন, ‘মুম্বাই যাওয়ার পথে সুরিয়া নদীর ওপর সেতুতে এ ঘটনা ঘটে। সময়টা বেলা সোয়া তিনটার আশপাশে ছিল। সবকিছু দেখে এটাকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’

এদিকে সাইরাস মিস্ত্রির সঙ্গে ওই গাড়িতে চালকসহ আরও একজন ছিলেন। দুর্ঘটনায় তাঁরা আহত হয়েছেন। তাঁদের গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইরাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সাইরাস মিস্ত্রির অকাল মৃত্যু খুবই মর্মান্তিক। তিনি এমন একজন ব্যবসায়ী নেতা ছিলেন, যিনি ভারতের অর্থনৈতিক সক্ষমতায় বিশ্বাস করতেন। তাঁর মৃত্যু বাণিজ্য এবং শিল্পের জন্য বড় একটি ক্ষতি।’

সাইরাস মিস্ত্রি টাটা সন্সের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালের অক্টোবরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা অবসর ঘোষণা করার পর তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হন।