গুরপতবন্ত সিং পান্নুন
গুরপতবন্ত সিং পান্নুন

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নাগরিক ও খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এ আহ্বান জানিয়ে ওয়াশিংটন বলেছে, তারা চায় নয়াদিল্লি এর পূর্ণ তদন্ত করবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চাই, এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। আমরা কৃতজ্ঞ যে ভারত বিষয়টি গুরত্বের সঙ্গে নিয়েছে। তদন্ত এখনো চলমান থাকায় আমি বিষয়টি নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের এ ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় কোনো সম্পর্কে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে জন কারবি সাংবাদিকদের বলেন, ‘ভারত (যুক্তরাষ্ট্রের) কৌশলগত মিত্র। কৌশলগত এ সম্পর্ক আরও মজবুত হচ্ছে। তারা (ভারত) কোয়াডের (চার দেশের জোট) সদস্য। অনেক বিষয় নিয়ে তাদের সঙ্গে আমরা কাজ করি। যুক্তরাষ্ট্র চায় অংশীদারত্বের এই সম্পর্ক অক্ষুণ্ন থাকুক। তবে একই সঙ্গে এ ধরনের অভিযোগ যে কতটা গুরুতর সেটাও আমাদের মানতে হবে।’

যুক্তরাষ্ট্রে শিখ নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার মধ্যেই ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার এ রে। আগামীকাল সোম ও মঙ্গলবার তিনি নয়াদিল্লিতে থাকবেন। সফরকালে তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এএনআই) প্রধান দীনকর গুপ্তর সঙ্গে বৈঠক করবেন বলে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এদিকে প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে এসেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহ–উপদেষ্টা জন ফিনার। পান্নুর হত্যার ষড়যন্ত্রের ঘটনায় একটি তদন্ত প্যানেল ঘটনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা।

কিছুদিন আগে কানাডা অভিযোগ তোলে দেশটিতে খুন হওয়া শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ আছে তাদের কাছে। এ নিয়ে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।