(বাঁ থেকে) দেব, লকেট চট্টোপাধ্যায় ও শতাব্দী রায়
(বাঁ থেকে) দেব, লকেট চট্টোপাধ্যায় ও শতাব্দী রায়

দেব, শতাব্দী, লকেট—ভোটে কার কী অবস্থা

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচ্চিত্রজগতের যেসব অভিনেতা-অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেস–সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে। এর মধ্যে আছেন অভিনেতা দেব, শতাব্দী রায় ও সায়নী ঘোষ। অবশ্য এই দলের প্রার্থী ‘দিদি নম্বর ১’–খ্যাত রচনা ব্যানার্জি পিছিয়ে আছেন। আবার তৃণমূলেরই প্রার্থী জুন মালিয়া পিছিয়ে আছেন। এগিয়ে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে লোকসভার আসন ৪২টি। বুথফেরত ভোটের আভাস ছিল, এর মধ্যে সর্বোচ্চ ২৭টি পেতে পারে বিজেপি। আজ একেবারে সকালেও প্রবণতা এমনটাই ছিল। কিন্তু পরে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ভোট গণনা শুরু হয় বাংলাদেশের সময় সকাল সাড়ে আটটায়। বেলা ১১টায় দেখা যায়, ২৮টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১২ আসনে। দুটি আসন নিয়ে এগিয়ে কংগ্রেস।

পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে প্রার্থী হয়েছেন অভিনেতা দেব। তাঁর প্রতিদ্বন্দ্বী আরেক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। তিনি প্রথমে গিয়ে থাকলেও পরে পিছিয়ে গেছেন।

বীরভূম আসনে এগিয়ে আছেন অভিনেত্রী শতাব্দী রায়। এ আসনে তিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন।

যাদবপুর আসনে এগিয়ে আছেন আরেক তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

তবে রচনা ব্যানার্জি হুগলি আসনে পিছিয়ে আছেন। এখানে এগিয়ে বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তবে মেদিনীপুরে পিছিয়ে অভিনেত্রী জুন মালিয়া।