বিলকিস বানুর ধর্ষকদের মুক্তির প্রতিবাদে ভারতে বিক্ষোভ

বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: টুইটার

ভারতের গুজরাটে দাঙ্গা চলাকালে বিলকিস বানুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। খবর বিবিসির।

২০০২ সালে গুজরাট রাজ্যে দাঙ্গার সময় বিলকিস বানু দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তাঁর পরিবারের ১৪ সদস্যকে হত্যা করা হয়। ১৫ বছর কারাগারে থাকার পর সাজাপ্রাপ্ত আসামিদের বিশেষ ব্যবস্থায় মুক্তি দেওয়া হয়।

ধর্ষকদের মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে করা বিক্ষোভে নারী ও পুরুষেরা স্লোগান দেন।

রাজধানী দিল্লিতে বলিউড অভিনেত্রী ও নারী অধিকারকর্মী শাবানা আজমি এএফপিকে বলেন, ‘বিলকিস বানুর সঙ্গে কী ঘটেছে, তাঁর পরিবারের সঙ্গে কী ঘটেছে—আমাদের দেশে এ রকম ঘটনা আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না। এ কারণে আমরা সবাই একসঙ্গে এসেছি। প্রতিবাদের আওয়াজ তুলেছি।’

বিক্ষোভে অংশ নেওয়া অদিতি নামের এক শিক্ষার্থী বলেন, নারীবিদ্বেষ ও পুরুষতান্ত্রিকতা এত বেড়েছে যে ধর্ষণও স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছেন অবসরপ্রাপ্ত শতাধিক সরকারি চাকরিজীবী। ওই চিঠিতে বলা হয়েছে, ধর্ষকদের মুক্তি সব নারীর নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।

বিলকিস বানু

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের দিনে, ১৫ আগস্ট, গুজরাটের সরকার ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তাদের মুক্তির ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, গোধরা কারাগার থেকে মুক্তির সময় স্বজনেরা মিষ্টি খাইয়ে ও প্রণাম করে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

ধর্ষণের শিকার বিলকিস বানু বলেছেন, ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য। এ ঘটনা বিচারব্যবস্থার ওপর তাঁর বিশ্বাসে আঘাত হেনেছে।