গঙ্গা নদীর তলদেশ দিয়ে আজ কলকাতার মেট্রো ট্রেন চালু হয় সর্বসাধারণের জন্য। টিকিটের জন্য প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে
গঙ্গা নদীর তলদেশ দিয়ে আজ কলকাতার মেট্রো ট্রেন চালু হয় সর্বসাধারণের জন্য। টিকিটের জন্য প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে

কলকাতার নদীর তলদেশ দিয়ে গেল মেট্রো ট্রেন, হাজারো যাত্রীর ভিড়

কলকাতায় সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো ট্রেন। আজ শুক্রবার সকাল সাতটায় কলকাতার ধর্মতলার মেট্রো ট্রেন স্টেশন থেকে এ ট্রেন চালু হয়। সকাল থেকে গঙ্গা নদীর তলদেশ দিয়ে ট্রেনে চড়ার জন্য ধর্মতলা এবং হাওড়া মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় হয়। মানুষ লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে ওঠে। আজ থেকে এই ট্রেন ১৫ মিনিট অন্তর চলবে। ভারতে এই প্রথম নদীর তলদেশ নিয়ে ট্রেন চলল।

১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতাতেই প্রথম চালু হয়েছিল মেট্রো বা পাতাল রেল। প্রথম ৩ দশমিক ৪ কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পরে এই মেট্রো ট্রেনের চলার পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়। ট্রেন চলতে শুরু করে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। পরে এই পথ টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দমদম থেকে বাড়িয়ে করা হয় নওয়াপাড়া-দক্ষিণেশ্বর পর্যন্ত।

মেট্রো ট্রেনের টিকিট পেয়ে উল্লাস। হাওড়া ময়দান স্টেশন

এবার এই পথ বাড়ানো হয়েছে একেবারে হাওড়া পর্যন্ত। ধর্মতলা থেকে হাওড়া যেতে হবে হুগলি বা গঙ্গা  নদীর তলদেশ দিয়ে। তলদেশের মূল দূরত্ব ৫২০ মিটার।
আজ সকাল সাতটায় প্রথম এই ট্রেনে যাত্রী হওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে অনেকে স্টেশনে ভিড় করেন। যাঁরা টিকেট পেয়েছেন, তাঁদের অনেককে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

গঙ্গা নদীর তলদেশ দিয়ে চলছে মেট্রো টেন

৬ মার্চ এই তলদেশের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গা নদীর ৩৪ মিটার তল থেকে চলে গেছে এই রেলপথ। এই রেলপথ চালুর সঙ্গে সঙ্গে এই মেট্রো রেলপথের স্টেশন সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হলো।

নদীর তলদেশ দিয়ে ধর্মতলা থেকে হাওড়া যেতে মেট্রো ট্রেনের ভাড়া জনপ্রতি ৫ রুপি, ধর্মতলা থেকে হাওড়ার শেষ স্টেশন হাওড়া–ময়দানে যেতে লাগবে ১০ রুপি।