নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন

ভারতবর্ষ সাম্প্রদায়িক হাতে পড়ুক, আমরা চাই না: অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন চান, ভারত অসাম্প্রদায়িক দেশ হয়েই থাকুন, কোনো সাম্প্রদায়িক শক্তির হাতে দেশটির শাসনভার না যাক।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কথা বলেন এই নোবেলজয়ী।

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী ভবনে মঙ্গলবার তাঁকে নিয়ে লেখা ‘অমর্ত্য সেন সংখ্যা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অমর্ত্য সেন নিজেই বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে অমর্ত্য সেন খানিকটা আক্ষেপের সুরে বলেন, ‘শান্তিনিকেতনের সেই ঐতিহ্য আর নেই। শান্তিনিকেতনের উপাচার্য হয়ে যাঁরা আসছেন, তাঁরা অনেক সময় ঠিক কাদের পক্ষ নিচ্ছেন বা কাদের পক্ষ নেওয়া যুক্তিযুক্ত হবে, তা বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, শান্তিনিকেতনকে সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া আর বোধ হয় সম্ভব নয়।’

নিজ দেশের ভবিষ্যৎ নিয়েও ওই অনুষ্ঠানে কথা বলেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। বলেন, ‘ভারতবর্ষ কোনো সাম্প্রদায়িক হতে পড়ুক, এটা আমরা চাই না। হোক সে হিন্দুরাষ্ট্র বা মুসলমান নবাব অথবা খ্রিষ্টান রাজত্ব। আমরা চাই, সব জায়গায় সবাই একসঙ্গে কাজ করুক—রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই ইচ্ছা ছিল।’

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্রমিক ও সাবেক অধ্যাপক কালিকা মুখোপাধ্যায়, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, আশ্রমিক সুদর্শনা সেন, গীতকণ্ঠ মজুমদারসহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অমর্ত্য সেন বলেন, ‘বিশ্বভারতী ভালোভাবে চলুক। লেখাপড়া ভালো হোক, এটাই আমাদের কাম্য।’