কাশ্মীরের শ্রীনগরে সতর্ক পাহারায় ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ৩ সেপ্টেম্বর, ২০২১
কাশ্মীরের শ্রীনগরে সতর্ক পাহারায় ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ৩ সেপ্টেম্বর, ২০২১

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা ও ‘পাকিস্তানি অনুপ্রবেশকারী’ নিহত

কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা ও এক সশস্ত্র পাকিস্তানি অনুপ্রবেশকারীও নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দু-তিনজনের একটি দল পাকিস্তান থেকে ভারতে সীমানায় প্রবেশ করে। তারা কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাদের একটি চৌকিতে বেশ কাছ থেকে গুলি ছোড়ে। এতে আহত এক সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক সেনার অবস্থা এখন স্থিতিশীল।

ভারতের সেনাবাহিনী আরও জানায়, এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও নিহত হয়েছেন। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অনুপ্রবেশকারীদের পাকিস্তানি সেনাবাহিনী অর্থায়ন করে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ধরনের জঙ্গি হামলা সফলভাবে ব্যর্থ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জঙ্গি হামলায় কাশ্মীরে চলতি মাসে এ নিয়ে ১১ ভারতীয় সেনার মৃত্যু হলো। অঞ্চলটি সাধারণভাবে মুসলমান–অধ্যুষিত হলেও জঙ্গি হামলাগুলোর অধিকাংশ হয়েছে হিন্দু-অধ্যুষিত দক্ষিণাঞ্চলে।

১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। হয়েছে অসংখ্য সীমান্ত সংঘাত।

কাশ্মীরের কিছু অংশ ভারত ও কিছু অংশ পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করছে। কিন্তু উভয় দেশ এককভাবে পুরো কাশ্মীর নিয়ন্ত্রণ করতে চায়। বিষয়টি নিয়ে প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্ব চলে আসছে বহু বছর ধরে।