কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ভারতের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজ সোমবার এ নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইডির তরফে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় কলকাতার সিজিএ কমপ্লেক্সের ইডির দপ্তরে রুজিরাকে উপস্থিত হতে হবে। সেখানে রুজিরাকে ইডির কর্মকর্তারা কয়লা পাচার-কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। যদিও এর আগে এ নিয়ে তাঁকে বেশ কয়েকবার জেরা করেছে ইডি।
এদিকে আজ সকালে রুজিরা তাঁর দুই শিশুসন্তান নিয়ে দুবাই যাওয়ার উদ্দেশে কলকাতার বিমানবন্দরে পৌঁছালে অভিবাসন দপ্তর তাঁকে দুবাই যেতে দেয়নি। এর কারণ রুজিরার বিরুদ্ধে ইডির একটি মামলায় ‘লুক আউট’ নোটিশ জারি আছে।
অন্যদিকে আজ ইডি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বলা হয়েছে, ১৯ জুন বেলা ১১টায় তাঁর হাজিরা দিতে হবে ইডি দপ্তরে।