ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রতি এখন আরও মনোযোগ দিচ্ছে বিশ্ব: মোদি

ভারতের প্রতি বিশ্ব এখন আরও মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের দিকে এখন সবাই নতুন আশা নিয়ে নজর দিচ্ছে। বর্তমানে ভারতের বিভিন্ন খাতে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আলোচনা করছে।

সোমবার ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলায় ৪ হাজার ৮০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর ভাষণে এসব কথা বলেন মোদি। তাঁর ভাষ্যমতে, সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ভারতের সঙ্গে হাত মেলাতে এবং ভারতের উন্নয়নযাত্রায় অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন উন্নয়ন করে যাচ্ছি, বৈশ্বিক অঙ্গনে তখন ভারতের গৌরব ও প্রভাব বাড়ছে। নতুন দৃষ্টিভঙ্গিতে, নতুন আশা নিয়ে ভারতের দিকে তাকাচ্ছে পুরো বিশ্ব। ভারতের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে মানুষ। আজকের দিনে পুরো বিশ্ব আরও গুরুত্ব ও মনোযোগ দিয়ে ভারতের কথা শুনছে। বর্তমানে ভারতের সম্ভাবনাগুলো নিয়ে সবাই আলোচনা করছে।’

রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন শেষে ভারত ফেরেন মোদি। এর পরপরই দেশটিতে সফরে যান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবারের ভাষণে মোদি বলেন, গত সপ্তাহে দিল্লিতে এসে জার্মান চ্যান্সেলর ঘোষণা দিয়েছেন, প্রতিবছর ৯০ হাজার ভারতীয়কে ভিসা দেবে তাঁর সরকার। এখন জার্মানির চাহিদা অনুযায়ী ভারতের তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে।

সোমবার গুজরাটের ভাদোদারা শহরে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন মোদি। ভারতে প্রথম বেসরকারি মালিকানায় নির্মাণ করা এই কমপ্লেক্সে সামরিক উড়োজাহাজ তৈরি করা হবে। মোদি বলেন, এই কমপ্লেক্স নির্মাণের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা হবে। কারণ, সামরিক উড়োজাহাজ তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান তাঁরা সরবরাহ করতে পারবেন।