ট্রেন দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ। চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে, ১১ অক্টোবর ২০২৪
ট্রেন দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ। চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে, ১১ অক্টোবর ২০২৪

তামিলনাড়ুতে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

ভারতের তামিলনাড়ু রাজ্যে গতকাল শুক্রবার রাতে একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে উচ্চগতির একটি যাত্রীবাহী ট্রেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় ১২ থেকে ১৩টি কামরা লাইনচ্যুত হয়। একটি কামরায় আগুন ধরে যায়। ভারতের রেল বোর্ড এসব তথ্য জানিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।