নবদম্পতিদের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উপহার দিল সরকার

ভারতের একটি গণবিয়ে
ফাইল ছবি: রয়টার্স

ভারতের মধ্যপ্রদেশে বিয়ের উপহার হিসেবে নববধূকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। গত সোমবার ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় একটি গণবিয়ের অনুষ্ঠানে নববধূদের উপহার দেওয়া মেকআপ বক্সে জন্মনিরোধক এসব সামগ্রী পাওয়া গেছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ/নিকাহ যোজনা প্রকল্পের আওতায় ঝাবুয়া জেলার থান্ডলা শহরে এই গণবিয়ের আয়োজন করা হয়। ওই দিন ২৯৬ দম্পতির বিয়ে সম্পন্ন হয়। এটি দরিদ্র শ্রেণির নারীদের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় নবদম্পতিদের জন্য মেকআপ বক্সের ভেতর কনডম ও গর্ভনিরোধক বড়ি বিতরণ করা হয়।

জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা ভুরসিং রাওয়াত রাজ্যের স্বাস্থ্য বিভাগকে দায়ী করে বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তাদের পরিবার পরিকল্পনা সম্পর্কিত সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে কনডম ও গর্ভনিরোধক বিতরণ করার সম্ভাবনা আছে।

ভুরসিং রাওয়াত বলেন, ‘এসব সামগ্রী বিতরণের জন্য আমরা দায়ী নই। স্বাস্থ্য বিভাগ পরিবার পরিকল্পনা সম্পর্কিত সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এসব বিতরণ করে থাকতে পারে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ/নিকাহ যোজনার অধীনে আমরা সরাসরি ৪৯ হাজার রুপি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দিই। আমরা শুধু ৬ হাজার রুপি খরচ করে খাবার, পানি ও তাঁবু টানিয়ে দিই। কিন্তু ওই সব প্যাকেট বিতরণের বিষয়ে আমরা কিছু জানি না।’

দরিদ্র নারীদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য মধ্যপ্রদেশ সরকার ২০০৬ সালের এপ্রিলে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ/নিকাহ যোজনা প্রকল্প চালু করে। এই প্রকল্পের অধীনে সরকার কনের পরিবারকে ৫৫ হাজার রুপি দিয়ে থাকে।

গত মাসে দিনদোরি জেলার গাদসরাই এলাকায় একটি গণবিয়ের অনুষ্ঠানে কিছু নববধূর গর্ভাবস্থা পরীক্ষা করানো হয়। এতে বিষয়টি বেশ সমালোচিত হয়।

দিনদোরির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সে সময় বলেছিলেন, সাধারণত বর ও কনের বয়স যাচাই, অ্যানিমিয়া পরীক্ষা এবং তাঁরা শারীরিকভাবে ফিট কি না, তা নিশ্চিত হতে ওই পরীক্ষা করানো হয়।