জ্যোতির্ময় সিং মাহাতো (বাঁয়ে) এবং মিতালি বাগ (ডানে)
জ্যোতির্ময় সিং মাহাতো (বাঁয়ে) এবং মিতালি বাগ (ডানে)

লোকসভায় বিজয়ীদের ৪৬ শতাংশ ফৌজদারি মামলার আসামি, তিন কম সম্পদশালীর দুজন পশ্চিমবঙ্গের

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়া প্রার্থীদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এর মধ্যে গুরুতর ফৌজদারি মামলা আছে ১৭০ জনের বিরুদ্ধে। বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম সম্পদশালী তিনজনের প্রথম দুজনই পশ্চিমবঙ্গের। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমসের (এডিআর) এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লোকসভা নির্বাচনে বিজয়ী ৫৪৩ জনের হলফনামায় উল্লিখিত সম্পদের পরিমাণ, অপরাধের ইতিহাসসহ বিভিন্ন তথ্য যাচাইয়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গতকাল এডিআরের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুসারে, এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ জন বিজয়ীর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। অর্থাৎ ৪৬ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এর মধ্যে ২৭ জন দোষী সাব্যস্ত হয়েছেন। ফৌজদারি আসামিদের মধ্যে বিজেপির সদস্যদের সংখ্যা সবচেয়ে বেশি। বিজেপির বিজয়ী ২৪০ জনের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। আর কংগ্রেসের বিজয়ী ৯৯ সদস্যের মধ্যে ২১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে।

এ ছাড়া লোকসভা নির্বাচনে বিজয়ীদের চারজনের বিরুদ্ধে হত্যা মামলা ও ২৭ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা আছে।

এডিআরের প্রতিবেদন অনুসারে, এবারের লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদশালী তিনজন হলেন জ্যোতির্ময় সিং মাহাতো, মিতালি বাগ ও প্রিয়া সরোজ। তাঁদের মধ্যে প্রথম দুজনই পশ্চিমবঙ্গের। জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া আসনে বিজেপির হয়ে লড়েছেন। আর আরামবাগ আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন মিতালি বাগ। জ্যোতির্ময় সিংয়ের সম্পদের পরিমাণ ৫ লাখ ৯৫ হাজার ২২৯ রুপি। আর মিতালি বাগের সম্পদের পরিমাণ ৭ লাখ ৮ হাজার ৩৫৫ রুপি।
এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ১২টি আসনে আর কংগ্রেস জিতেছে মাত্র ১টি আসনে। বাম দল শূন্য।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি আসনে। বিজেপি ১৮টি আসনে এবং কংগ্রেস ২টি আসনে। বাম দলের ভাগ্যে কোনো আসন জোটেনি।