নারী চিকিৎসককে ধর্ষণ–হত্যার প্রতিবাদে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল
নারী চিকিৎসককে ধর্ষণ–হত্যার প্রতিবাদে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ–মিছিল অব্যাহত

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বিক্ষোভ–মিছিলে উত্তাল ছিল কলকাতার রাজপথ। এসব মিছিল থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যার ঘটনায় কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বামফ্রন্ট। এ ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবারের প্রতিবাদ মিছিলে বামফন্টের শরিক দল ও সাধারণ মানুষ যোগ দেন। রাজাবাজার থেকে শুরু হয়ে আর জি কর হাসপাতালের কাছে শ্যামবাজারে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় বামফ্রন্ট নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীসহ বামফন্টের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ১৬ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন। কলকাতার উল্টোডাঙ্গা ও পাটুলির মাঝের রাজপথে এই মানববন্ধন হয়।