পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দুর্ঘটনাকবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের একটি বগি
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দুর্ঘটনাকবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের একটি বগি

পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, নিহত ৮

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আজ সোমবার পণ্যবাহী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, দুর্ঘটনার সময় পণ্যবাহী ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ কারণে যাত্রীবাহী ট্রেনটির অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।

হতাহত ব্যক্তিদের মধ্যে পণ্যবাহী ট্রেনটির চালক ও চালকের সহকারী এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রক্ষী রয়েছেন।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া ভার্মা সিনহা জানান, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মানবভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পণ্যবাহী ট্রেনটির চালক সিগনাল অমান্য করেছিলেন।

দুর্ঘটনার শিকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল। গন্তব্য ছিল ত্রিপুরার আগরতলা।