পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

যৌন হয়রানির অভিযোগ: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আজ সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। এ জন্য আজ বৃহস্পতিবার কলকাতায় রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে এক্স বার্তায় রাজভবন জানায়, আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। এই আয়োজনে ১০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। আয়োজনের নাম রাখা হয়েছে ‘সাচ কা সামনা’, যার বাংলা অর্থ ’সত্যের মুখোমুখি হওয়া’।

এ জন্য রাজভবনের পক্ষ থেকে একটি ই–মেইল আইডি প্রকাশ করা হয়েছে। সেই আইডিতে আবেদন করা যাবে। আবার রাজভবনের ফোন নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের যেকোনো প্রান্তের যেকোনো ব্যক্তি সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারেন। প্রথম ১০০ জনকে রাজভবনে গিয়ে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে।

রাজভবন বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে না। এ প্রসঙ্গে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান তিনি।

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারী নারী পশ্চিমবঙ্গের রাজ্যপালের কার্যালয় রাজভবনের চুক্তিভিত্তিক কর্মী। গত ২ মে ওই নারী অভিযোগ করেন, রাজ্যপাল দুবার তাঁর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। সূত্র বলেছে, ইতিমধ্যে পুলিশ তাঁর বিস্তারিত জবানবন্দি নিয়েছে।

 ওই নারী রাজভবনের অন্তত তিনজন কর্মীর নাম উল্লেখ করেছেন, যাঁরা তাঁকে আটকে রেখেছিলেন। তাঁরা হলেন বিশেষ দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত এক আইএএস কর্মকর্তা, একজন খাবার সরবরাহকর্মী এবং অপরজন চাপরাসি (অফিস সহকারী)। তবে ওই তিন কর্মীর নাম প্রকাশ করেনি পুলিশ। 

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেন, কয়েকজন কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট করে ওই নারীকে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা চালানোর অভিযোগ আছে। তাঁরা ওই নারীর মালামাল ছিনিয়ে নিয়েছিলেন এবং তিনি যেন পুলিশকে বিষয়টি না জানাতে পারেন, তার জন্য ভবনের ভেতরে আটকে রাখার চেষ্টা করছিলেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন রাজ্যপাল। কিন্তু তাতে থামেননি তৃণমূলের নেতারা। তাঁদের দাবি, ওই দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। এর পরই ফুটেজ প্রকাশের কথা জানা গেল।

গত সোমবার রাজ্যপাল বলেন, রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকার কথা। কিন্তু দিদি (মমতা) আমাকে এমন একসময় রাজনীতিতে টেনে আনছেন, যখন দেশে নির্বাচন চলছে। তিনি আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন।

সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গে আসেন ২০২২ সালের ২৩ নভেম্বর। এখন তাঁর বয়স ৭৩ বছর। তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো নয়। তৃণমূল সব সময় রাজভবনকে বিজেপির কার্যালয় হিসেবে অভিযুক্ত করে আসছে।