জম্মু–কাশ্মীরের এনসির নেতা ফারুক আবদুল্লাহর সঙ্গে কংগ্রেস নেতারা। আজ ২২ আগস্ট
জম্মু–কাশ্মীরের এনসির নেতা ফারুক আবদুল্লাহর সঙ্গে কংগ্রেস নেতারা। আজ ২২ আগস্ট

বিধানসভায় বিজেপিকে রুখতে কাশ্মীরে কংগ্রেস–এনসি–সিপিএম জোট চূড়ান্ত

ভারতের জম্মু–কাশ্মীর বিধানসভার ৯০ আসনেই ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট বেঁধে লড়বে। আজ বৃহস্পতিবার শ্রীনগরের গুপকর রোডে এনসি নেতা ফারুক আবদুল্লাহর বাসভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর ফারুক আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার মধ্যেই ঠিক করে ফেলা হবে কোন দল কত আসনে লড়বে ও কোন কোন আসনে কারা লড়বে।

জোটে সিপিএমও থাকছে বলে উল্লেখ করেন ফারুক আবদুল্লাহ। ওই দলের নেতা এম ওয়াই তারিগামির নাম করে তিনি বলেন, ‘আশা করি জনগণও আমাদের সঙ্গে থাকবেন। সমর্থন করবেন। বিপুল ভোটে আমাদের জয়ী করবেন, যাতে মানুষের জীবনযাত্রার মান আমরা উন্নত করতে পারি।’

প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ বলেন, ‘গত দশ বছরে জম্মু–কাশ্মীরের জনগণ অনেক কষ্ট স্বীকার করেছে। আমাদের লক্ষ্য বিভেদকামী সব শক্তিকে পরাস্ত করা।’

জম্মু–কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজ আমি খুব খুশি। জম্মু–কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো আমাদের প্রথম লক্ষ্য। আমরা চাই, রাজ্যের ভালো–মন্দের চাবিকাঠি রাজ্যের হাতেই থাকুক। আমাদের দরজা সবার জন্য খোলা।’

বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডলে এনসি নেতাদের সঙ্গে নিজেদের ছবি দিয়ে জানান, তাঁর ও রাহুল গান্ধীর সঙ্গে এনসি নেতা ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহর চমৎকার বৈঠক হয়েছে। দুই দলের আলোচনা ‘উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে হয়েছে।

বৈঠকের ঠিক আগে রাহুল গান্ধী গণমাধ্যমকে বলেন, কংগ্রেস চায় জম্মু–কাশ্মীরের মানুষ রাজ্যের মর্যাদা ফিরে পাক। গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। কংগ্রেস তা নিশ্চিত করবে।

রাহুল বলেন, ‘আমরা ভেবেছিলাম সেই হৃত মর্যাদা নির্বাচনের আগেই পাওয়া যাবে। কিন্তু তা হয়নি। আমরা চাই ভোটের পরেই সেই মর্যাদা ফেরত আসুক।’

জম্মু–কাশ্মীরের জনগণের উদ্দেশে রাহুল বলেন, ‘আপনাদের আমি এই বার্তা দিতে চাই, কংগ্রেস সব সময় আপনাদের পাশে আছে। আপনারা এক দীর্ঘ কঠিন সময় অতিবাহিত করেছেন। আমরা হিংসা দূর করব, এই বার্তা দিতে চাই।’

সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কিছুই পূরণ করেনি। কংগ্রেস রাজ্যের মর্যাদা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মানুষকে বাক্‌রুদ্ধ করার অনেক চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন। বিজেপিও। কিন্তু সফল হয়নি।

এনসি ও সিপিএমের সঙ্গে কংগ্রেস জোট বাঁধলেও বিধানসভা ভোটে পিডিপির সম্ভাব্য ভূমিকা কী হবে, তা এখনো অজানা। কংগ্রেস সব বিজেপিবিরোধী শক্তিকে জোটবদ্ধ করতে চাইলেও জম্মু–কাশ্মীরে পিডিপিকে কাছে টানার ক্ষেত্রে এনসির মতামতই গুরুত্বপূর্ণ।

পিডিপি এই জোটে শামিল না হলে সরকার গঠনে বিজেপিকে রোখা যাবে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। লোকসভা ভোটে এনসি–পিডিপি আলাদা আলাদা লড়াই করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার রশিদ অনন্তনাগ–রাজৌরি কেন্দ্রে ওমর আবদুল্লাহকে হারিয়ে জয়ী হন। রাহুল চান না বিধানসভা ভোটে বিজেপি এমন কোনো সুবিধা পাক। যদিও পিডিপি প্রসঙ্গ অনুচ্চারিত রইল।