কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন।
রায়বেরেলি আসনটি উত্তর প্রদেশে অবস্থিত। আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার সকালে গণনা শুরু হয়েছে।
ভোট গণনার প্রাথমিক পর্যায়ে রায়বেরেলি ও ওয়েনাডে রাহুলকে এগিয়ে থাকতে দেখা যায়।
ওয়েনাডের বর্তমান সংসদ সদস্য রাহুল। ভোট গণনার প্রাথমিক পর্যায়ে তিনি ১০৩ ভোটে এগিয়ে ছিলেন।
ওয়েনাডে বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রন। তিনি কেরালার দলীয় প্রধান। এখানে সিপিআইয়ের প্রার্থী অ্যানি রাজা।
অন্যদিকে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলি। এখানে প্রাথমিক পর্যায়ে পোস্টাল ব্যালট গণনায় বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এগিয়ে ছিলেন রাহুল।
লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ।
প্রতিটি বুথফেরত জরিপের আভাস, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।