ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তৃণমূল হটানোর পথ খুলবে লোকসভা নির্বাচনে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তৃণমূলকে হটানোর পথ খুলে যাবে। মানুষ তৃণমূলের সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মোদি বলেন, ওরা (তৃণমূলের সরকার) কেন্দ্রর পাঠানো টাকা নয় ছয় করে তুলে দেয় চাঁদাবাজদের হাতে। এই সরকার ডুবে আছে দুর্নীতিতে। তাই এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা এখনো কারাগারে।

কেন্দ্রীয় সরকারপ্রধান বলেন, তৃণমূল সরকার এই রাজ্যের সন্দেশখালিতে নারীদের ওপর অত্যাচার করেছে। তার বিচার এখনো পায়নি সন্দেশখালি। তাই এবার সন্দেশখালির মানুষ ওই অত্যাচারের জবাব দেবে আসন্ন লোকসভা নির্বাচনে।

মোদি বলেন, তৃণমূল সরকার পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি। বঞ্চিত করেছে, ভেদাভেদ সৃষ্টি করেছে। এরপরেই তিনি বলেন, উত্তরবঙ্গের সব বুথেই পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফোটাতে হবে। তিনি বলেন, এখন তৃণমূল ভাবে ভাইপোর কথা আর কংগ্রেসভাবে পরিবারের কথা। কিন্তু বিজেপি ভাবে সাধারণ মানুষের কথা।

জনসভায় আলোচিত বিচারপতি অভিজিৎ

গতকাল শিলিগুড়ি ময়দানে আয়োজিত জনসভায় এই প্রথম যোগ দেন কলকাতা হাইকোর্টের সদ্য পদত্যাগী বিচারপতি ও বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও জনসভায় ভাষণ দেন।

এ সময় অভিজিৎ বলেন, পশ্চিমবঙ্গের সরকার দুর্বৃত্ত দ্বারা গঠিত। এই সরকার এই রাজ্যের খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে। মানুষের সম্পদ লোপাট করে তুলে দিয়েছে চাঁদাবাজদের হাতে। তৃণমূল শাসকদলকে উৎখাত করার সময় এসেছে বলেও ঘোষণা দেন তিনি।