নির্বাচনী প্রচারে এসে শুক্রবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়ায় জনসভা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। একই দিন বর্ধমানের আসানসোলে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সমাবেশে অমিত শাহ বলেন, ‘এই বাংলায় ভোটব্যাংক রক্ষা করতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে মমতা দিদির রাজ্য সরকার। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ারও বিরোধিতা করা হচ্ছে। কিন্তু পারবে না। বাংলায় সিএএ কার্যকর হবে। মতুয়ারা নাগরিকত্ব পাবে। মমতা দিদি আটকাতে পারবেন না।’
বিজেপির প্রার্থীদের জন্য ভোট চেয়ে অমিত শাহ বলেন, মোদিজির হাতকে শক্তিশালী করতে বাংলা থেকে ৩০টি আসন দিতে হবে। নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে হবে।
হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, সন্দেশখালীর অপরাধীদের উল্টো ঝুলিয়ে সোজা করবে বিজেপি। সন্দেশখালীর ঘটনা রুখতে হবে বাংলার মানুষকে।
রাজ্য সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে বিজেপির এই নেতা আরও বলেন, দুর্নীতির শীর্ষস্থানে এই বাংলার মমতা দিদির সরকার। এখানে কাটমানির রাজত্ব চলে। সময় এসেছে মোদিজির হাতকে শক্তিশালী করার। মোদিজিই দিতে পারবেন সোনার বাংলা।
অন্যদিকে বিকেলে আসানসোলের প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা। এ ঘটনা সাজিয়েছে বিজেপি। তা ধরাও পড়ে গেছে। তাই আজ সন্দেশখালীতে বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে।
অভিষেক আরও বলেন, এবার সন্দেশখালীর মানুষ জবাব দেবে বিজেপিকে। সন্দেশখালীতে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বিজেপি। মানুষ সন্দেশখালী থেকে বিজেপিকে তাড়িয়ে দেবে।